আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Photographer

আলোকচিত্রীদের জোর ধমক সাইফের

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ১২:২৭ পিএম

আলোকচিত্রীদের জোর ধমক সাইফের

বলিউড তারকাদের ছবি তুলতে কোথায় না ছুটে যান আলোকচিত্রীরা। রীতিমতো যেন তারকাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে যাচ্ছেন তারা। 

ফটোশিকারিদের উপদ্রবে বিরক্ত তারকারা। মাস কয়েক আগে সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়ির ভেতরে ঢুকে পড়েছিলেন তারা। সেই সময় বেজায় চটেছিলেন অভিনেতা। এ বার ফের ছবিশিকারিদের জোর ধমক দিলেন সাইফ।

ছোট ছেলে জেহ আলি খানকে খেলাতে নিয়ে গিয়েছিলেন সাইফ। সঙ্গে ছিলেন স্ত্রী করিনাও। জেহের হাত ধরে খেলার মাঠ থেকে বেরোচ্ছেন তখনই ক্যামেরার ঝলকানি। তাতেই রেগে যান ছোটে নবাব। 

বলেন, কোনো জায়গা বাদ দেবেন কি! একটা বাচ্চার ফুটবল ম্যাচ ছিল, সেখানেও পৌঁছে গিয়েছেন, আলো কম করুন। এত ফ্ল্যাশ কেন, সব কিছু সিনেমার পার্টি! 

এসব কথা বলেই ছেলেকে নিয়ে গাড়িতে উঠে যান। তার কথা মতো আলো কমিয়ে দিলেও ছবি তোলা থামাননি ছবিশিকারিরা।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0