আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, মে ২, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Movie Rajkumar

১০ লাখ টাকায় বুকিং রাজকুমার

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৪, ০৫:৪৬ এএম

১০ লাখ টাকায় বুকিং রাজকুমার
....সংগৃহীত ছবি

বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা বুকিং দিয়ে ‘রাজকুমার’ নিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের রাজ সিনেমা হল।

হলটির ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ জানান, ১০ লাখ টাকা বুকিং দিয়ে জীবনে কোনো সিনেমা নেইনি।

তার ভাষ্য, সর্বশেষ দুই লাখ সত্তর হাজার টাকায় ‘প্রিয়তমা’ এনেছিলাম। আট সপ্তাহ (দুই মাস) টানা চালিয়ে উনিশ লাখ টাকা লাভ করেছিলাম। তখনই ঠিক করেছিলাম ‘প্রিয়তমা’ টিমের যে সিনেমা আসবে যতটাকা লাগুক সবার আগে আমরা হলে বুকিং দেব। তাই করেছি।

এছাড়া গাজীপুরের বর্ষা সিনেমা হলটি পাঁচ লাখ টাকায় ‘পাসওয়ার্ড’ এবং ছয় লাখ টাকায় ‘প্রিয়তমা’ নিয়েছিল। শাকিবের এই দুই সিনেমা থেকে কয়েকগুণ টাকা লাভ করেছিল বর্ষা। এবার দশ লাখ টাকায় ‘রাজকুমার’ নিচ্ছে।

এছাড়া আট লাখ থেকে সর্বোচ্চ ১২ লাখ টাকার অ্যামাউন্টে এখনও পর্যন্ত ২২টি দেশের সবচেয়ে বড় বড় সিঙ্গেল স্ক্রিনে বুকিং দিচ্ছে ‘রাজকুমার’। 

হিমেল আশরাফ বলেন, ম্যাক্সিমাম সিনেমা হলে এমজিতে (মিনিমাম গ্যারান্টি) ছবি দেয়া হচ্ছে।



google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0