আর্কাইভ কনভাটার ঢাকা, রবিবার, মে ১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Special Eid etc

আজ রাত আটটার বিশেষ ঈদ ইত্যাদি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:৫৯ এএম

আজ রাত আটটার বিশেষ ঈদ ইত্যাদি
ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেতের সঙ্গে সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণফাগুন অডিও ভিশন

এবারের ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার করা হবে আজ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

 ইত্যাদির নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে—‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এ গানটি দিয়ে। নজরুলসংগীতশিল্পীদের সঙ্গে এই প্রজন্মের ৩৫ নজরুলসংগীতশিল্পীর সমন্বয়ে পরিবেশিত হয় এবারের ঈদের গান। সঙ্গে নৃত্য প্রদর্শন করেন দুই শতাধিক নৃত্যশিল্পী।

এবারের ঈদের ইত্যাদিতে বাপ্পা মজুমদারের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

উল্লেখ্য, অভিনয়ে জনপ্রিয় ফারিণের টিভিতে প্রচারিত এটিই প্রথম গান। আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান। গানটিতে এই দুই শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন আটজন তরুণ বিট বক্সার।


বিষয়ভিত্তিক নাচের ধারাবাহিকতায় এবারের বিষয় ছিল সেকাল আর একালের বিয়ে। নাচটি পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। তাঁদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী।

এবারের ইত্যাদির ঈদ পর্বে দুটি ভিন্ন বিষয় নিয়ে দুটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা করা হয়। একটিতে চারজন অভিভাবকের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম ও আল মামুন। আরেকটি মিউজিক্যাল ড্রামায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন।

‘ভাড়াটিয়া ও বাড়িওয়ালা’ শিরোনামে একটি নাটিকায় অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও নাসির উদ্দিন খান। তথাকথিত ভাইরাল সেলিব্রেটিদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে ইত্যাদির মঞ্চে দর্শকদের সামনে নির্মিত একটি নাটিকায় অভিনয় করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নাট্যপ্রেমী শিক্ষার্থী। আর এ পর্বটি পরিচালনা করেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ।


একটি মিউজিক্যাল ড্রামায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন

একটি মিউজিক্যাল ড্রামায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিনফাগুন অডিও ভিশন

মুঠোফোনের বিভিন্ন অ্যাপসের ব্যবহার নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এবং টিভি পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। তাঁদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা।

প্রতিবারই ইত্যাদির দর্শক নির্বাচনপ্রক্রিয়া থাকে ভিন্ন রকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। ব্যতিক্রমী উপকরণের মাধ্যমে নির্বাচিত তিন দর্শকের মুখোমুখি হয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।


ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার করা হবে আজ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে

ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার করা হবে আজ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডেফাগুন অডিও ভিশন

ইত্যাদির প্রতি ঈদের অনুষ্ঠানেই বিদেশিদের নিয়ে একটি মজার পর্ব থাকে। এবারও ছিল অর্ধশতাধিক বিদেশিদের নিয়ে একটি শিক্ষণীয় নাটিকা ও দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য। এ ছাড়া রয়েছে ইত্যাদির নিয়মিত পর্ব নানি-নাতিসহ ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রূপাত্মক রসাল নাট্যাংশ।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0