আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Death of Village Police

গ্রাম পুলিশের প্রাণ নিলো ডেঙ্গু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০২ মে, ২০২৪, ১১:০৮ পিএম

গ্রাম পুলিশের প্রাণ নিলো ডেঙ্গু
গ্রাম পুলিশের প্রাণ

শরীয়তপুরের ডামুড্যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবুল হোসেন ওরফে বাবুল (৫০) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু।

এর আগে বুধবার (১ মে) দিনগত রাত ৩টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবুল হোসেন উপজেলার কনেশ্বর ইউনিয়নের প্রিয়কাঠি এলাকার নূর মোহাম্মদ বেপারীর ছেলে। এছাড়াও তিনি কনেশ্বর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ আবুল হোসেন বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বর সেরে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে বুধবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা-নীরিক্ষার পর তার ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। তবে তার অবস্থা ততক্ষণে অবনতির দিকে যেতে থাকে। পরে বুধবার দিনগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য হোসেন মন্টু বলেন, তার পরিবারে দুটি মেয়ে ও একটি ছেলে আছে। জোহর বাদ তার জানাজা হবে।

কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু বলেন, তিনি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। ঢাকায় নেওয়ার পর পরিবারের লোক জানতে পারে তার ডেঙ্গু হয়েছে। তবে তাকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0