আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

সম্পর্কের কথা গোপন রাখা যে কারণে গুরুত্বপূর্ণ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৩৫ পিএম

সম্পর্কের কথা গোপন রাখা যে কারণে গুরুত্বপূর্ণ

সবকিছু দেখিয়ে বেড়ানোর প্রয়োজন নেই। আপনি একটি সুন্দর ও শান্তিপূর্ণ সম্পর্কে আছেন, এ বড় সৌভাগ্যের কথা। এই সৌভাগ্য সবার সঙ্গে ভাগাভাগি করতে ইচ্ছা হয় নিশ্চয়ই? কিন্তু একটি কথা মনে রাখবেন, সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। কেউ কেউ হয়তো গোপনে হিংসা পুষে রাখছে অকারণেই। আপনার ভালো থাকা হতে পারে আরও অনেকের খারাপ থাকার কারণ। অযথাই তারা লিপ্ত হতে পারে আপনাকে নিয়ে চর্চা কিংবা গসিপে। এসব সুযোগ তাদের দেওয়ার প্রয়োজন আছে কি? আপনি বরং যতটা সম্ভব গোপন রাখুন সম্পর্কের দিকগুলো। এতে অনেক সুবিধা পাবেন। যেমন-


বাহ্যিক হস্তক্ষেপের সুযোগ নেই

আপনাদের সম্পর্কটি গোপন রাখুন। এতে বন্ধু, আত্মীয় এমনকী আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলোয়ারদের হস্তক্ষেপের কোনো সুযোগ থাকবে না। বাইরের মানুষ আপনাদের বিষয়ে নাক যত কম গলাবে, আপনাদের বন্ধন তত শক্তিশালী হবে। সোশ্যাল মিডিয়ায় আপনার সম্পর্ককে সর্বজনীন করলে তা গসিপ এবং অযাচিত সমালোচনার জন্ম দিতে পারে।


জাজমেন্টের ভয় নেই

সম্পর্ক গোপন রাখলে তা আপনাদেরকে অন্যদের জাজমেন্ট এবং মতামত থেকে মুক্ত থাকতে সাহায্য করবে। আপনার সম্পর্ক সম্পর্কে অন্যরা কী ভাবে তা গুরুত্বপূর্ণ নয়। গোপনীয়তা আপনাদের সম্পর্কের বিষয়ে বাহ্যিক জাজমেন্ট এবং অযথা মন্তব্য থেকে রক্ষা করবে।


ভুল বোঝাবুঝি খুব কমই ঘটে

একটি সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সাধারণত বাহ্যিক জাজমেন্ট এবং সামাজিক চাপ থেকে উদ্ভূত হয়। যখন এগুলো অনুপস্থিত থাকে, তখন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি খুব কমই ঘটে। তাই এ ধরনের পরিস্থিতি এড়াতে সম্পর্কটি গোপনই রাখুন। এতে আপনারা সুখী হবেন, কেউ জানুক বা না জানুক।


ঘনিষ্ঠতা গভীর করে

সম্পর্কে দুর্দান্ত রসায়ন গড়ে তোলার শর্ত হলো সম্পর্কের গোপনীয়তা বজায় রাখা। এতে বাইরের কারও মন জুগিয়ে চলার প্রয়োজন পড়ে না। বরং সবটুকু সময় নিজেদের জন্য ব্যয় করা যায়। যে কারণে একে অন্যের মনোযোগও বেশি পায়। ফলস্বরূপ সম্পর্ক হয় অনেক বেশি গভীর আর সুন্দর। তাই এদিকে খেয়াল রাখুন।


অবাস্তব প্রত্যাশা থাকে না

সম্পর্কের গোপনীয়তা বজায় রাখলে তা আপনাদের বাহ্যিক চাপ এবং অবাস্তব প্রত্যাশা থেকে দূরে রাখবে। স্বপ্ন এবং লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়া আপনাদের জন্য সহজ হবে। এটি আপনাদেরকে একে অপরের সহায়ক হতে সাহায্য করবে। সম্পর্ক গোপন রাখা হলে সম্পর্কের লক্ষ্য পূরণ সহজ হয়।

বিবিএন/২৮ফেব্রুয়ারি/এসডি

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0