আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

2 drug dealers arrested

মোটরসাইকেলে ফেনসিডিল বহন, ২ মাদক কারবারিকে গ্রেপ্তার

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৪, ১২:১৪ পিএম

মোটরসাইকেলে ফেনসিডিল বহন, ২ মাদক কারবারিকে গ্রেপ্তার
মোটরসাইকেলে ফেনসিডিল বহন, গ্রেপ্তার ২

ঢাকা : মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহন কালে ফরিদপুর জেলার মধুখালী এলাকা থেকে ১৫২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- মো. জাবেদ আলী (৩৮) ও বাক প্রতিবন্ধী মো. ইকবাল হোসেন (২৫)। অভিযানে আনুমানিক চার লাখ ৫৬ হাজার টাকা মূল্যমানের ১৫২ বোতল ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি ব্যাগ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

সোমবার (২৯ জানুয়ারি) ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সেনখালী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলেও জানান এই কর্মকর্তা।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0