আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Nasrul Hamid

বিদ্যুতের নতুন দাম ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে : প্রতিমন্ত্রী

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:২২ পিএম

বিদ্যুতের নতুন দাম ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে : প্রতিমন্ত্রী
ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।....সংগৃহীত ছবি

বিদ্যুতের নতুন দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে নয়, বরং ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি এ তথ্য জানান। 

এসময় প্রতিমন্ত্রী আরও জানান, আজ বৃহস্পতিবারই বিদ্যুৎ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করবে। 

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেদিন তিনি বলেছিলেন, নতুন এই দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হবে। তবে আজ জানালেন ফেব্রুয়ারি থেকেই নতুন এই দাম কার্যকর হচ্ছে। 

এসময় প্রতিমন্ত্রী আরও জানান, মার্চ থেকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করা হবে।  

বিবিএন / ২৯ ফেব্রুয়ারী / অচ 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0