আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Dalit community wants 'quota' in government jobs

সরকারি চাকরিতে ‘কোটা’ চান দলিত জনগোষ্ঠীরা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪, ১১:১০ এএম

সরকারি চাকরিতে ‘কোটা’ চান দলিত জনগোষ্ঠীরা
সরকারি চাকরিতে ‘কোটা’ চান দলিত জনগোষ্ঠীরা

রাজবাড়ীতে সরকারি চাকরিতে জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য রোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্যবিরোধী বিল অবিলম্বে পাসের দাবিতে মানববন্ধন করেছে দলিত জনগোষ্ঠীরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিডিইআরএমের রাজবাড়ী জেলা শাখার সভাপতি অরুণ কুমার সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি সংকর ঝন্টু, নাগরিক সমাজ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদত ফকির, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টানো মারিও রেখা, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি বাসুদেব মণ্ডল, সাধারণ সম্পাদক উত্তম দাস, বিডিইআরএম রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক অনিল রবি দাস, সাংগঠনিক সম্পাদক গৌতম দাস, আদিবাসী কমিটি সদর উপজেলা শাখার সভাপতি তাপস দাস প্রমুখ।

এ সময় বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরে বলেন, সংসদে সাধারণ সংরক্ষিত আসনে জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক কর্মসূচি’র বরাদ্দ বাড়াতে হবে। পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসন করার মাধ্যমে গ্রামীণ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পরিচ্ছন্নকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সুরক্ষার উপকরণ সরবরাহ করতে হবে। বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত কোটা করতে হবে। সবধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য ‘কোটা’ চালু করতে হবে।

বিবিএন/২২ মার্চ/এসডি


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0