আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Crops of 15 bigha of land were burnt in the fire

লালপুরে আগুনে পুড়লো ১৫ বিঘা জমির ফসল

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৪, ০৭:৩৮ পিএম

লালপুরে আগুনে পুড়লো ১৫ বিঘা জমির ফসল
নাটোরের লালপুরে গমের নাড়াতে লাগানো আগুনে পুড়লো ১৫ বিঘা জমির ফসল।....সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে গমের নাড়াতে লাগানো আগুনে পুড়লো ১৫ বিঘা জমির ফসল। এতে ১৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর বরেন্দ্র অঞ্চলের বোরিংয়ের মাঠে এ ঘটনা ঘটে। পরে লালপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, রামকৃষ্ণপুর গ্রামের সুজনের জমির নাড়া পুড়তে পুড়তে আগুন চলে আসে পাশের জমিতে। জমির আল টপকে আগুন গম ও রসুনের জমিতে লেগে যায়।

পাঁকা গম, রসুন পুড়ছে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তত ক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১৫ বিঘার জমির ফসল।

ক্ষতিগ্রস্ত কৃষক শরিফ উদ্দিন ও জামাল উদ্দিন বলেন, পুড়ে যাওয়া ওই সব জমির এক বিঘায় কমপক্ষে ১৫ মণ গম উৎপাদন হয়। সে হিসেবে ১৫ বিঘা জমিতে আনুমানিক ২২৫ মণ গম পুড়ে ছাই হয়ে গেছে। এর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা।

এ বিষয়ে লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুস সালাম বলেন, গমে নাড়া পুড়াতে গিয়ে অসাবধানতাবশত অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। জমিতে এমন অগ্নিকান্ডের ঘটনা এড়াতে কৃষকদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0