আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Homebound people are returning home even on the day of Eid

ঈদের দিনেও বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৪, ০১:১২ পিএম

ঈদের দিনেও বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ
নাড়ির টানে ঈদের দিনও বাড়ি ফিরছে মানুষজন।....প্রতীকী ছবি

নাড়ির টানে ঈদের দিনও বাড়ি ফিরছে মানুষজন। ঈদের ছুটি শুরু হওয়ার পর নানা কারণে যারা ঢাকা ছাড়তে পারেননি তারা আজ বাড়ি ফিরছেন। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঘরমুখো মানুষের ঢল নেমেছে টার্মিনালে। ঈদের নামাজ শেষ করেই বাস ধরতে চলে এসেছেন অনেকে। বাসের কর্মচারীরাও যাত্রীদের হাঁকডাকে ব্যস্ত সময় পার করছেন। কিছু কিছু বাস কাউন্টার বন্ধ থাকলেও অধিকাংশ কাউন্টারই খোলা।  

 যাত্রী  সোরাইয়া বলেন বলেন, ঈদে রাস্তাঘাটে গাড়ির প্রচুর চাপ থাকে। সেই ভোগান্তি এড়াতেই আজ বাড়ি ফিরছি। রাস্তাঘাট যেহেতু ফাঁকা, আশা করছি দ্রুতই পৌঁছাতে পারব।

তবে ঈদের দিনেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠেছে। যাত্রী হাসান বলেন, ভেবেছিলাম ঈদের আগ পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এখন দেখছি ঈদের দিনও নেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না।

এ প্রসঙ্গে আরাফ পরিবহনের টিকিট বিক্রেতা মো জসিম বলেন, যে কয়টা বাস যাবে, সবগুলোই খালি ফিরবে। তাই একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ঈদের ছুটি শেষ হলে আবার আগের মতোই ভাড়া নেওয়া হবে।



google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0