আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Silk City train caught fire in heat

তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুন॥ আতঙ্কে আহত ১০ যাত্রী

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৪, ০১:২৩ পিএম

তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুন॥ আতঙ্কে আহত ১০ যাত্রী
প্রচণ্ড গরমে মির্জাপুরে সিল্কসিটি ট্রেনে আগুন, আতঙ্কে আহত ১০ যাত্রী । সংগৃহীত ছবি

তাপদাহে টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনে আগুন লেগেছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে মহেড়া রেলস্টেশন ক্রসিংয়ের সময় এ ঘটনা ঘটে। 

এ সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নামার সময় অন্তত ১০ জন আহত হন।

১ ঘণ্টা ২৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ট্রেনটি আবার রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। 

বিকেল পাঁচটার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং করার জন্য রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেন মহেড়া স্টেশনে থামে। এ সময় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে আগুন লাগার কথা স্টেশনে কর্মরতদের জানান। 

স্টেশনের কর্মচারীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশনে যাত্রাবিরতির পর অতিরিক্ত প্রায় দেড় ঘণ্টা সময় আটকে থাকে।

মহেড়া রেলস্টেশন মাস্টার সোহেল খান জানান, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি থামানোর সময় গরমের কারণে ট্রেনের হাইড্রোলিক ব্রেক থেকে আগুন লাগে। যাত্রীরা তাৎক্ষণিক জানতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ট্রেন থেকে লাফিয়ে নিচে নামার কারণে আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মির্জাপুর রেলস্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, মহেড়াতে ট্রেনে আগুনের ঘটনায় মির্জাপুর স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিলম্ব হয়।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0