আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Sadhan Chandra Majumdar

দেশে সাড়ে ১১ লাখ টন খাদ্য মজুত আছে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০৯ মে, ২০২৪, ০৫:১৯ এএম

দেশে সাড়ে ১১ লাখ টন খাদ্য মজুত আছে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে সরকারি খাদ্য গুদামে সর্বমোট ১১ লাখ ৩৮ হাজার ৪৬৩ টন খাদ্যশস্য মজুত আছে।

বুধবার (৮ মে) জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারি খাদ্য গুদামে সর্বমোট ১১ লাখ ৩৮ হাজার ৪৬৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে। মজুতকৃত খাদ্যশস্যের মধ্যে ৭ লাখ ৮৬ হাজার ৩৭৯ টন চাল ও ৩ লাখ ৫২ হাজার ৮৪ টন গম আছে। এর মধ্যে বর্তমানে ধানের কোনো মজুত নেই। চলতি মাস থেকে ধান সংগ্রহের কাজ চলমান রয়েছে। বোরো ধান ও চাল সংগ্রহ পুরোদমে শুরু হলে মজুতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে।

চট্টগ্রাম বিভাগের খাদ্য গুদামে বেশি খাদ্য মজুত রয়েছে। মন্ত্রণালয়ের হিসেব মতে, চট্টগ্রাম বিভাগে খাদ্য মজুত রয়েছে, ২ লাখ ৫৮ হাজার ৯৫১ টন। ঢাকা বিভাগে রয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৭ টন, ময়মনসিংহ বিভাগে রয়েছে ৬৮ হাজার ৬৭০ টন, রাজশাহী বিভাগে রয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৮ টন, রংপুর বিভাগে রয়েছে ২ লাখ ৭ হাজার ৯৩৫ টন, সিলেটে ৫০ হাজার ৬২১ টন, খুলনায় ১ লাখ ৫৩ হাজার ৬৬৭  টন ও বরিশাল বিভাগে মজুত রয়েছে ৪১ হাজার ৪৭৪ টন।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0