আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Evacuation of 25 illegal shops at bus terminal

মহাখালীতে বাস টার্মিনালে অবৈধ ২৫টি দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশিত: ০৯ মে, ২০২৪, ০৯:০৯ এএম

মহাখালীতে বাস টার্মিনালে অবৈধ ২৫টি দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসি
......সংগৃহীত ছবি

আন্তঃজেলা মহাখালী বাস টার্মিনালের পাশে অবৈধভাবে গড়ে তোলা একটি খাবারের হোটেলসহ অন্তত ২৫টি দোকান গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 

বুধবার (৮ মে) দুপুরে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মাহে আলমের নেতৃত্বে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান এবং জালাল উদ্দীন এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক সালমা জাহান খুকি। 

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন বলেন, মহাখালী বাস টার্মিনালের সীমানায় অবৈধভাবে দীর্ঘদিন ধরে এই দোকানগুলো চলছিল। একাধিকবার তাদেরকে নোটিশ করা হলেও তারা সরে যায়নি। 

তিনি আরও বলেন, মেয়রের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে গড়ে তোলা এসব দোকান উচ্ছেদ করা হয়েছে। ফলে এখন বাস টার্মিনালে আসা বাসগুলো পার্কিং করতে পারবে। সড়কে এলোমেলোভাবে বাস রাখা বন্ধ হবে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0