আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

৬ জানুয়ারীর বেদনাদায়ক সেই ঘটনা

liberation war


ওয়ালিউর রহমান বাবু প্রকাশিত:  ২০ মে, ২০২৪, ০২:২৫ এএম

৬ জানুয়ারীর বেদনাদায়ক সেই ঘটনা
দিনাজপুর সদরের মহারাজা গীরিজনাথ হাই স্কুল

মুক্তিযুদ্ধের সময় দিনাজপুরের কিছু অংশ ছিল ৭নং সেক্টরের অধীনে। দিনাজপুর সদর মুক্ত হবার পর যখন সেখানকার মানুষ ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করছিলেন ঐ সময় ঘটে গেল বেদনাদায়ক সেই ঘটনা। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার দিনাজপুর সদরের মহারাজা গীরিজনাথ হাই স্কুলে ক্যাম্প করে প্রায় দুই হাজার মুক্তিযোদ্ধাকে বিভিন্ন স্থান থেকে অস্ত্র গোলা বারুদ সরিয়ে এখানে নিয়ে আসার দায়িত্ব দেন।

১৯৭২ সালের ৬ জানুয়ারী সন্ধ্যায় অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে এখানে আনার পর এক বীর মুক্তিযোদ্ধার হাত থেকে মাইন নিচে পড়ে বিস্ফোরিত হবার সাথে সাথে স্কুলটির দোতলা ভবন বিধ্যস্ত হয়ে গেল। মুহুর্তের মধ্যে নিহত হলেন পাঁচশ মুক্তিযোদ্ধা আহত হলেন অসংখ্য। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাইফুদ্দিন আকতার ও সাংবাদিক আজহারুল আজাদের দেয়া তথ্যে জানা যায় অনেকের দেহ থেকে হাত পা বিচ্ছিন্ন হয়ে গেল। মাটির নিচে থেকে উপরে পানি উঠে আসে। পুরো দিনাজপুরে আতঙ্ক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যুৎ বিছিন্ন হয়ে যাওয়ায় অন্ধকারের মধ্যেই উদ্ধার কাজ চলতে থাকে। পরের দিন ৭ জানুয়ারী নিহত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার নিবেদনের পর দিনাজপুর চেহেলগাজি মাজারে দাফন করা হয়। দিনাজপুর বাসীর কাছে ৬ ও ৭ জানুয়ারী শোকাবহ একটি দিন।

দিনাজপুর সদরের মহারাজা গীরিজনাথ হাই স্কুলে ঘটে যাওয়া সেই বেদনা দায়ক ঘটনা

লেখক- মুক্তিযূদ্ধের তথ্য সংগ্রাহক-০১৯১১৮৯৪২৬০


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0