আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ১৪, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

জিআই পণ্য 'ফজলি আম উপাখ্যান' গ্রন্থের গ্রন্থের মোড়ক উন্মোচন

Fazli Mango anecdote


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ১০:০২ পিএম

জিআই পণ্য 'ফজলি আম উপাখ্যান' গ্রন্থের গ্রন্থের মোড়ক উন্মোচন
জিআই পণ্য 'ফজলি আম উপাখ্যান' গ্রন্থের গ্রন্থের মোড়ক উন্মোচন

ফজলি আমের জিআই প্রাপ্তিসহ নানা তথ্য নিয়ে প্রকাশিত  জিআই পণ্য 'ফজলি আম উপাখ্যান' গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।

সোমবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের এনএম খান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রন্থটির প্রকাশনা সংস্থা বরেন্দ্র কৃষি উদ্যোগ। 


বরেন্দ্র কৃষি উদ্যোগের স্বত্বাধিকারী মুনজের আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন,গ্রন্থের লেখক জাহাঙ্গীর সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল আমীন, বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক,নওগাঁয় কৃষি যাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ,কলেজের উপাধ্যক্ষ আমিনুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক পলাশ সরকার,জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফারুকুর রহমান,প্রবীন সাংবাদিক সামশুল ইসলাম প্রমূখ।


জাহাঙ্গীর সেলিম বলেন,দেশে আম বিষয়ক প্রকাশনা হাতে গোনা।তবে গ্রন্থের ধরণ আলাদা। এতে হাল নাগাদ অনেক তথ্য,উপাত্ত, পরিসংখ্যান,আম উৎপাদন, বিপণন ও রপ্তানির ক্ষেত্রে সরকারের দীনতাও সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে। যা ভবিষ্যতে আম বিষয়ে তর্ক-বিতর্কের ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সুসংহত করতে সহায়তা করবে।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0