আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩

13 injured in picnic bus overturn


অনলাইন ডেস্ক প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১২:২১ এএম

রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩
রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩

রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে উল্টে ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকাধীন ব্যঙছড়ি মুসলিম পাড়া নামক স্থানের স্টীল ব্রীজের সামনে এ দূর্ঘটনা ঘটে।

জানা য়ায়, তারা সকলেই চট্টগ্রাম মহানগর হতে কাপ্তাইয়ে পিকনিক করতে যাচ্ছিলেন।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনায় কবলিত বাসে ৪০ থেকে ৪৩ জনের মতো  যাত্রী থাকতে পারে। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ সহ বিভিন্ন হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়েছে।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান, সড়ক দূর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে পুলিশ, ৪১ বিজিবি,  ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনী সদস্যরা বেলা ২ টায়  সড়ক হতে গাড়িটি সরিয়ে সড়কের পাশে রেখে যান চলাচল স্বাভাবিক করেন।

এদিকে দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা এবং কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0