আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, জুন ৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

গরমে শিশুর যে ভাবে যত্ন নিবেন

Baby care in summer


অনলাইন ডেস্ক প্রকাশিত:  ০১ জুন, ২০২৪, ১০:৫৮ পিএম

গরমে শিশুর যে ভাবে যত্ন নিবেন
ছোট্ট সোনামণি

চৈত্রের খরতাপ দেখা যাচ্ছে দেশজুড়ে। এই গরমে সবচেয়ে বেশি কষ্ট পায় পরিবারের ছোট্ট সোনামণি।

গরমে ঘেমে শিশুদের ঠাণ্ডা লেগে যায়। শরীরে অনেক সময় র‌্যাশ বের হয়, ঘামাচি হয়। শিশুদের কিছু অসুস্থতার সঙ্গে তাদের মেজাজও খিটটিটে হয়ে যায়। গরমে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন।

জেনে নিন সোনামণিকে সুস্থ রাখতে প্রয়োজনীয় কিছু পরামর্শ:

• শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন

• নিয়মিত সাবান দিয়ে গোসল করান

• গোসলের পর শিশুর শরীর ভালো করে মুছে পাউডার দিন

• গরমে শিশুর খাবার নির্বাচনে সচেতন হতে হবে, শিশুকে পুষ্টিকর এবং শরীরকে ঠাণ্ডা রাখে এমন খাবার দিতে হবে

• অন্যান্য খাবারের সঙ্গে গরমে শিশুকে প্রচুর পরিমাণে পানি ও ফলের জুস খাওয়ান 

• গরমে শিশুর দুর্বলতা কাটাতে মাঝে মাঝে খাওয়ার স্যালাইন খেতে দিন

• সুতি পাতলা কাপড়ের নরম পোশাক পরান

• বাইরের গরমে শিশুকে কম বের করুন

• তাকে ধুলাবালি থেকে দূরে রাখুন

• শিশু ঘেমে গেলে ঘাম মুছে দিতে হবে 

• শরীরে ঘাম শুকিয়ে গেলে শিশুর জ্বর হতে পারে, অনেক সময় এমন জ্বর অল্পদিনে এমনিতেই সেরে যায়, কিন্তু বেশি দিন গড়ালে বিশেষজ্ঞের পরামর্শ মতো ব্যবস্থা নিন

• গরমের সময় শিশুর চুল ছোট করে ছেঁটে রাখুন

• বড় চুল শুকাতে সময় লাগে, আর ঘামও বেশি হয়    

• শিশুর যেন পর্যাপ্ত ঘুম হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে

• ঘরে ফ্যান বা এসির তাপমাত্রা শিশু যতটায় স্বস্তিবোধ করে ততটুকুই রাখুন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0