আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

Lok Sabha elections in India


অনলাইন ডেস্ক প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১১:১৮ পিএম

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে
ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

শুক্রবার সকালে দার্জিলিংয়ের দেশবন্ধু লাইব্রেরির বুথে ভোট দেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ ভোট।

লোকসভা ভোট ২০২৪ ঘোষণার সময় দ্বিতীয় দফায় ৮৯ আসনে ভোট ঘোষণা হয়েছিল। এক প্রার্থীর মৃত্যুর কারণে শেষ পর্যন্ত ৮৮টি আসনে ভোট হচ্ছে।

এর আগে গত ১৯ এপ্রিল ১০২টি আসনে প্রথম ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, আজ সবচেয়ে বেশি কেরালা রাজ্যের ২০টি লোকসভা আসনের সবকটিতেই ভোট হচ্ছে। দ্বিতীয় দফা ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অ্যানি রাজা, শশী থারুর, নবনীত রানা, ওম বিড়লা, হেমা মালিনী, অরুণ গোভিল এবং প্রহ্লাদ জোশীর মতো প্রবীণ প্রার্থীরা।

কেরালা নানা করণেই এবার লোকসভা ভোটে আলোচনার কেন্দ্রবিন্দু। রাজ্যটির ওয়ানাড়ে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। এছাড়াও লড়ছেন কংগ্রেস নেতা শশী থারুর।

রাজ্যটির মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ৯৯ হাজার ৩২৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ কোটি ৩৯ লাখ ৭২৯ জন। আর পুরুষ ভোটার রয়েছেন ১ কোটি ৩১ লাখ ২ হাজার ২৮৮ জন। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন ৩০৯ জন।

বিবিএন-এসডি

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0