আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

cricket

‘ক্রিকেটের পাওয়ার হাউজ ভারত’

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

‘ক্রিকেটের পাওয়ার হাউজ ভারত’

সর্বশেষ এক দশকে বৈশ্বিক কোনো শিরোপা জেতেনি ভারত। এই সময়ে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা মহাদেশীয় আসরগুলোতে দাপট দেখিয়েছে তারা। এমনকি বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা জাসপ্রিত বুমরাহর মতো তারকারা বিশ্ব ক্রিকেটেরই বড় নাম। অথচ তাদের নিয়ে গড়া দলটাই লম্বা সময় শিরোপা খরায় ভুগছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিয়ান টেস্টে হেরেছিল ভারত। ওই ম্যাচের ধারভাষ্য দেওয়ার সময় ভন ওয়াহকে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় না বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারত সবচেয়ে কম সাফল্য পাওয়া দলগুলোর একটি?’ জবাবে ওয়াহ হাসতে হাসতে বলেন, ‘আমি চাপে পড়ে গেলাম। এ প্রশ্ন আমাকে কেন করছেন? আপনার কী মনে হয়, কেন (ভারতের অর্জন কম)?’

ভারত লম্বা সময় ধরে বৈশ্বিক কোনো শিরোপা না জেতায় তাদের ক্রিকেটারদের প্রতিভা নিয়ে প্রশ্ন তুলে মাইকেল ভন বলেছিলেন, 'সাম্প্রতিক সময়ে ওরা কিছুই জেতেনি। ওদের নাকি এত প্রতিভা; এত দক্ষতা, অথচ সর্বশেষ কবে ওরা (বড়) কিছু জিতেছিল মনে করতে পারেন?'

ভনের এমন সমালোচনার এবার কড়া জবাব দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, 'মাইকেল ভন একটি মন্তব্য করেছেন যে, ভারত ‘আন্ডারঅ্যাচিভিং’ দল। হ্যাঁ, বেশ অনেক বছর ধরে আমরা আইসিসি ট্রফি জিততে পারিনি। কিন্তু আমরা নিজেদেরকে খেলাটার পাওয়ারহাউজ বলি। তবে আমাদের টেস্ট দল তো এই অঞ্চলের সেরা সফরকারী দল। অনেকবার আমরা অসাধারণ ফলাফল করেছি।'


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0