আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Bangladesh team

আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৪, ১০:৪৮ এএম

আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। আর সেই উপলক্ষ্যে গতকাল রোববার মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রাত ১টা ৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে মাহফুজুর রহমান রাব্বির দল। 

দেশ ছাড়ার আগে দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন ভালো করার প্রত্যয়। ভারত ম্যাচ ঘিরেই আপাতত নিজেদের পরিকল্পনা সাজানোর কথায় জানিয়েছেন তিনি।

আফ্রিকায় পৌঁছে অবশ্য এরপর তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। এরপর নিজেদের প্রথম ম্যাচে ২০ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

আগামী ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের এ গ্রুপে রাব্বিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগাররা।

দুদিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।




google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0