সোমবার, জুলাই ১৪, ২০২৫
Logo
cricket

৪৩তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফল রাঙ্গামাটি জিতেছে

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশের সময়: ১৬ মার্চ, ২০২৫, ০৯:৩০পিএম

৪৩তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফল  রাঙ্গামাটি জিতেছে
৪৩তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফল রাঙ্গামাটি জিতেছে

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ৪৩তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সফররত রাঙ্গামাটি জেলা ১০৫ রানের বিশাল ব্যবধানে শেরপুর জেলাকে হারায় । টস জয়ী রাঙাগামাটি ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ আমিনুল ৩১ ও সাদ্দাম হোসেন ২৩ রান করে।

বিপক্ষ দলের পক্ষে পারভেজ দত্ত  ৩৫ রানে ৪টি, সাখাওয়াত ৪০ ও আলামিন ২৯ রানে ২টি করে উইকেট নেন। ১৭০ রানের টার্গেট নিয়ে শেরপুর জেলা ব্যাট করতে নেমে ২৯.৫ ওভাওে ৬৪ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ এম হাসান ১৫ রান করে। বিপক্ষ দলের পক্ষে সাদ্দাম ১১ রানে ২টি,রাসেদুল ১৭ রানে ৩টি ও হুমায়ুন কবির ৯ রানে ২টি উইকেট নেন। আজ বিরতী কাল মঙ্গলবার রাঙ্গামাটি ও গাজিপুর জেলা অংশ নেবে।

এদিকে বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় সফররত রাজশাহী ১২৬ রানের বিশাল ব্যবধানে ঝালুকাঠি জেলাকে হারায়। টস জয়ী রাজশাহী ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৪৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ শিখদার৩৭ ও কামরান হাফিজ ৬৯ রান করে।

বিপক্ষ দলের পক্ষে এম ডি ইসলাম৬১ রানে ৩টি,তৌহিদুল ৫৮, ফাইসাল তালুকদার ৩০ ও রাকিব ৪১ রানে ২টি করে উইকেট নেন। জবাবে ঝালুকাঠি জেলা ব্যাট করতে নেমে ২৯.১ ওভাওে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ এমডি ইসলাম খলিফা ৪২ রান করে। বিপক্ষ দলের পক্ষে বাকের হোসেন ২৯ রানে ৫টি ও আমিরুজ্জামান ২৬ রানে ৩টি উইকেট নেন।


প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা বিভাগীয় পর্যায়ের খেলার ফল বগুড়া পুলিশ লাইন স্কুল চ্যাম্পিয়ন। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত  প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় সফররত বগুড়া পুলিশ লাইন স্কুল ১১৫ রানে পাবনার রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।
গতকাল রোববার(১৬মার্চ) টসে হেরে বগুড়া পুলিশ লাইন স্কুল ব্যাট করতে নেমে ৪৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৯০ রান। দলের পক্ষে সর্বোচ্চ আকাশ চন্দ্র৩৭ ও  তাহমিদ করিম ৩১  রান করে। বিপক্ষ দলের পক্ষে সাখাওয়াত ৩২ রানে ৩টি, রিফাত ২৯, জনাদুল৩২ ও তন্ময় ২৫ রানে ২টি কওে উইকেট নেন। পাবনার রাধানগর মজুমদার একাডেমী ১৯১ রানে টাগের্ট নিয়ে ব্যাট করতে নেমে  ৩০ ওভাওে ৭৫ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ জান্নাত ১৯ রান করে।
বিপক্ষ দলের পক্ষে তাফসির তরজু ১৪ রানে ৬টি উইকেট নেন। এছাড়াও আকাশ ১৮ ও মোহাম্মদ ১১ রানে ২টি কওে উইকেট নেন। খেলা শেষে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিজয়ী দলগলোর হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শাহীন মিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান  মোঃ আব্দুল হালিম। এ সময় সিনিয়র সহকারী কমিশনার এস এম রকিবুল হাসান, রুপম দাসসহ বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।