আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Saladin's

দলে ৫ ওপেনার,বিসিবির নির্বাচকদের প্রতি ক্ষোভ সালাউদ্দিনের

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৯ এএম

দলে ৫ ওপেনার,বিসিবির নির্বাচকদের প্রতি ক্ষোভ সালাউদ্দিনের
দলে ৫ ওপেনার,বিসিবির নির্বাচকদের প্রতি ক্ষোভ সালাউদ্দিনের

বাংলাদেশ জাতীয় দল নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ঠিক কতটা ক্ষুব্ধ, সেটা বোঝা গেল গকাল বুধবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলের প্রকাশ্য সমালোচনা করে সালাউদ্দিন বললেন, ‘তারা কী বুঝে দল বানায়, আমি বুঝি না। আপনি যেটা বললেন, সেটাই হতে পারে। হয়তো রান দেখে...ওপরের দিকে অনেক রান করেছে। দলে নিয়ে নিয়েছি।’ 

এরপরেই এমন নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘কিন্তু একটা ছেলে যখন ৫ নম্বরে ব্যাট করে, সে ৫০ করবে না। সে ২০ রান করবে। হয়তো ৫ বলে ২০ রান করবে। দল জিতবে না হয় হারবে। ওইভাবে দলটা করলে ভালো হবে।'

দলগঠনে এবার ডাক পেয়েছেন স্বীকৃত ৫ ওপেনার। সেখানেও বেশ আপত্তি আছে সালাউদ্দিনের, ‘গতকাল বাংলাদেশ দল দেখলাম। আপনি দলে ৫ জন ওপেনার রাখছেন, মিডল অর্ডারে ২ জন ব্যাটার মনে হয় মাত্র। এর সম্ভবত সবাই মিডল অর্ডারে খেলবে। একটা সুবিধা আছে হয়তো, সব সময় বাংলাদেশ ওপেনিংই করবে, ১৬-১৭ ওভার ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে। তবে ঠিক জায়গায় ঠিক খেলোয়াড় নেওয়াটা খুব জরুরি।’

দেশের ক্রিকেটে সবচেয়ে পরিচিত কোচ সালাউদ্দিন ক্ষুব্ধ হয়েছেন জাকের আলীকে নিয়ে। নিয়মিত পারফর্ম করা এই ক্রিকেটারের মূল্যায়ন না হওয়ায় কিছুটা মনক্ষুণ্ন কুমিল্লা কোচ। এমনকি এও বলে বসলেন, চেহারা কালো বলেই হয়ত তাকে ঠিকমত দেখে না ক্রিকেট বোর্ড, ‘জাকেরের কথাটা সব সময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞাসা করেন না। ছেলেটার হয়তো চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয়, বোর্ডও তাকে দেখে না ঠিকমতো।’

জাকেরের সমর্থনে তার বক্তব্য ‘আপনারা ৬ নম্বর, ৭ নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা শেষ দুই বছর ধরে খুবই ভালো খেলছে। তার স্ট্রাইক রেট যদি দেখেন সে প্রতিটা দিনই আমাদের গুরত্বপূর্ণ  মুহূর্তে রানটা করে দিচ্ছে এবং সে অনেক বিচক্ষণও। আমার মনে হয় এই ছেলেটাকে সুযোগ দেওয়া উচিত।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, এই পজিশনের জন্য সে বাংলাদেশে অন্যতম সেরাদের একজন। মাহমুদউল্লাহ রিয়াদের পরে আমি যদি কোনো ছেলেকে দেখি, তাহলে আমার মনে হয় এই ছেলেটা হচ্ছে সেরা। কারণ, প্রতিদিনই আমাদের দলকে বাঁচাচ্ছে, প্রায়ই একটা ভালো জায়গায় দিয়ে আসছে। খুব সেন্সিবল ব্যাটিং করে। এমন নয় যে তার হাতে শট নেই। সে চারদিকেই মারতে পারে। পেসেও ভালো, স্পিনেও ভালো। তার রেকর্ডও ভালো। এ ধরনের ছেলেকে আসলে সুযোগ দেওয়া উচিত।’


অচ / বি 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0