আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Coach in the World Cup

বিশ্বকাপে কোচ হিসেবে পোলার্ডকে আনছে ইংল্যান্ড

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৬ পিএম

ভারতে বিশ্বকাপের ব্যর্থতার পরেই দায় নিজের কাঁধে নিয়েছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি। তার মতে, স্থানীয় কন্ডিশনে অভিজ্ঞ কাউকে কোচিং প্যানেলে না রাখার কারণেই ভুগতে হয়েছে থ্রি লায়ন্সদের। বিশ্বকাপের পরেও অবশ্য জশ বাটলারদের ভাগ্য বদল হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ধুঁকতে হয়েছে তাদের। 

কদিন পরে এই ওয়েস্ট ইন্ডিজেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই ফরম্যাটে উইন্ডিজের কাছে সিরিজ হারতে হয়েছে বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়নদের। সবমিলিয়ে রব কি চাইছেন না ভারত বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাতে। যার ফলাফল হিসেবে এবার ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার কাইরন পোলার্ডকে কনসালট্যান্ট হিসেবে দলে ভেড়াতে চাইছে ইংল্যান্ড।  

কদিন পরে এই ওয়েস্ট ইন্ডিজেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই ফরম্যাটে উইন্ডিজের কাছে সিরিজ হারতে হয়েছে বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়নদের। সবমিলিয়ে রব কি চাইছেন না ভারত বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাতে। যার ফলাফল হিসেবে এবার ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার কাইরন পোলার্ডকে কনসালট্যান্ট হিসেবে দলে ভেড়াতে চাইছে ইংল্যান্ড।  

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো মাঝেমাঝেই পোলার্ডকে দেখা যায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগে। আইপিএলে অবশ্য এখন আর নেই এই হার্ডহিটার ব্যাটার। ২০২৩ সালেই অবসর নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করেছেন তিনি। 

টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম ভয়ানক ব্যাটার হিসেবে স্বীকৃতি আছে কাইরন পোলার্ডের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১২ সালে ট-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছেন তিনি। মুম্বাইয়ের হয়ে আইপিএলে খেলেছেন ১৮৯ ম্যাচ। ১৪৭ এর বেশি স্ট্রাইকরেটে করেছেন ২ হাজার ৩১৬ রান। বোলার হিসেবেও মন্দ নন পোলার্ড। পেয়েছেন ৬৯ উইকেট। স্বাভাবিকভাবেই এমন খেলোয়াড়কে কোচ হিসেবে নিজেদের কাছে রাখতে ইসিবি। 


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0