আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

cricket

আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী - মোহামেডান

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৪, ১০:২৪ পিএম

আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী - মোহামেডান
......সংগৃহীত ছবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আবাহনী-মোহামেডান মানেই অন্যরকম এক লড়াই। আর দুই দলের খেলা মানেই যেন বাড়তি এক উন্মাদনা দর্শকদের মাঝে। এবার তেমনি এক ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী এবং মোহামেডান। এই লড়াইকে বলা হয়ে থাকে 'ঢাকা ডার্বি'। ফতুল্লায় ম্যাচটি শুরু হবে সকাল নয়টায়।

রোমাঞ্চকর এই ম্যাচের আগের দিন আজ গণমাধ্যমের মুখোমুখি হন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলছিলেন, 'আমরা ৫ বছর ধরেই মোহামেডানের চেয়ে ভালো দল বানাই। এ কারণেই হয়তবা জয় পাই। এবার তারা অবশ্যই ভালো দল। ইমরুল কায়েস-মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটার আছে। বলতেই হবে তারা ভালো খেলছে। অঙ্কন খুব ভালো খেলছে পুরো লিগে। ওদেরও ম্যাচ উইনার-ভালো ক্রিকেটার আছে।'

আগের মতো সেই রেশ না থাকলেও সুজন বললেন অতীতের কথা, 'আবাহনী-মোহামেডান মানেই বড় ম্যাচ। সেই উত্তেজনাটা এখন নেই। যেটা আমরা খেলার সময় আশির দশকে বা নব্বইয়ের দশকে ছিল। দর্শক ভড়া থাকত মাঠে, খেলার আগেই অনেক জল্পনা কল্পনা হতো। তারপর আমি মনে করি আবাহনী-মোহামেডান সবচেয়ে বড় ম্যাচ। বর্তমান পয়েন্টে মোহামেডানই আমাদের সবচেয়ে কাছে আছে। কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই।'

আবাহনী দল নিয়ে সুজন বলেন, 'আমি বিশ্বাস করি আমার দল খুব ভালো অবস্থায় আছে। তারা অনেক ভালো খেলছে। আমরা আশা করি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারব। ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জিতবে। মোহামেডান খুবই শক্তিশালী দল। তারা ভালো খেলছে, তারাও আত্মবিশ্বাসী দল। তবুও কাগজে কলমে আমরা এগিয়ে আছি। মাঠে গিয়ে আমাদের প্রমাণ করতে হবে আমরা কেমন দল।





google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0