আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Those who are full ministers

নতুন সরকারে পূর্ণ মন্ত্রী হচ্ছেন যারা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ১১:১৮ পিএম

নতুন সরকারে পূর্ণ মন্ত্রী হচ্ছেন যারা
নতুন সরকারে পূর্ণ মন্ত্রী হচ্ছেন যারা। সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে সংসদীয় দলের আস্থাভাজন নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন এবং তাকে নতুন মন্ত্রিসভা গঠন করার জন্য সম্মতি প্রদান করেছেন।


রাষ্ট্রপতির সম্মতি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ জনের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন আর প্রতিমন্ত্রী রয়েছেন ১১ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।


মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বুধবার রাতে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন। তিনি জানান, পূর্ণ মন্ত্রীদের মধ্যে ২ জন আছেন টেকনোক্র্যাট কোটার মন্ত্রী (সংসদ সদস্য নন)।


যে ২৫ জন পূর্ণ মন্ত্রী হচ্ছেন তারা হলেন— আ. ক. ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, মুহাম্মদ ফারুখ খান, মো. তাজুল ইসলাম, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আবদুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আবদুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন। এর মধ্যে ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।


এছাড়া প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন বেগম সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মো. আলী আরাফাত, মহিবুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রোমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম।


উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।


আর জাতীয় পার্টির আসন অর্ধেকের বেশি কমে নেমেছে ১১টিতে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

সূত্র: ঢাকাপোস্ট

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0