আর্কাইভ কনভাটার ঢাকা, রবিবার, মে ১৯, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Blast in Fire Cracker Factory

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:৩৯ পিএম

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ
বাজি কারখানায় বিস্ফোরণ। ছবি: এক্স।

মধ্যপ্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণে আহত হলেন অন্ততপক্ষে ২০ জন। কারখানার ভিতরে বেশ কিছু শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে রাজ্যের হরদা জেলার বৈরাগড়ের ওই বাজি কারখানায় আচমকাই আগুন ধরে যায়। তার পর একের পর এক বিস্ফোরণ ঘটে। ভয়ানক শব্দে কেঁপে ওঠে কারখানার আশপাশের এলাকাও। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বহু দূর থেকে সেই আগুনের গোলা এবং ধোঁয়া দেখা গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। এসেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণের জেরে ২০ জন শ্রমিক ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বিস্ফোরণ যখন ঘটে সেই সময় বহু শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। বিস্ফোরণের ফলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, শ্রমিকরা ভিতরেই আটকে পড়েন।


প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ২০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। কারখানার ভিতরে কত জন শ্রমিক ছিলেন তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে প্রশাসন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0