আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

2 killed, 15 injured in bus crash

৩৫ যাত্রী নিয়ে বাস খাদে ॥ নিহত ২, আহত ১৫

Bijoy Bangla

অনলাইনে ডেস্ক:

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০৬ পিএম

৩৫ যাত্রী নিয়ে বাস খাদে ॥ নিহত ২, আহত ১৫
৩৫ যাত্রী নিয়ে বাস খাদে ॥ নিহত ২, আহত ১৫

পটুয়াখালীর গলাচিপা-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মহাসড়কের আমখোলা ইউনিয়নের বাশবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত দুজন হলেন- গলাচিপা উপজেলার গজালীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনির গাজীর ছেলে বেলাল (২২) ও একই ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের রুহুল হাওলাদারের ছেলে রাহাত (২০)। আহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।  

পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) নূর কুতুবুল আলম ও পুলিশ সুপার (এসপি) সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ইমরান এক্সক্লুসিভ নামে স্থানীয় একটি বাস গলাচিপার হরিদেবপুর ফেরিঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়।

পথে বাশবুনিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হন এবং আহত হন ১৫ জন।  ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  

গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(বিবিএন/৮ফেব্রুয়ারি/এসডি)

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0