আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Explosion at dye factory in Delhi

দিল্লিতে রংয়ের কারখানায় বিস্ফোরণ॥ নিহত ১১

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৪০ এএম

দিল্লিতে রংয়ের কারখানায় বিস্ফোরণ॥ নিহত ১১

ভারতের রাজধানী দিল্লির আলিপুরে একটি রংয়ের কারখানায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে একজন পুলিশসহ আহত চারজন চিকিৎসাধীন এবং আরও দুজন এখনো নিখোঁজ রয়েছেন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার সন্ধ্যায় আলিপুরের দয়ালপুর মার্কেটের একটি রং তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। তারপরই সেখানে ভয়ংকর আগুন লাগে, যা পাশের দুটি গোডাউন এবং একটি মাদকমুক্তি কেন্দ্র ছড়িয়ে পড়ে।

দিল্লি ফায়ার সার্ভিসেস জানিয়েছে, প্রথমে ২২টি ইঞ্জিন যায়। চার ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, নিহত ১১ জনই কারখানার কর্মী। বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ ভেঙে পড়ে। এতেই ১১ জন মারা যান। তারপর আগুন লাগে এবং তাদের দেহ পুড়ে যায়। দেহ শনাক্ত করার কাজ চলছে। তবে কেন বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি, তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লেগেছিল। তার আগে, একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হয়েছিল। সেই শব্দ শুনে বহু মানুষ ওই এলাকায় জড়ো হয়েছিলেন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর, দমকলের প্রায় ৭-৮টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে পরিস্থিতির গুরুত্ব বিচারে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আনা হয়।

গত মাসেও দিল্লির শাহদারার রাম নগর এলাকায় একটি ভবনে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছিল।

(বিবিএন/১৬ ফেব্রুয়ারি/এসডি)


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0