আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, মে ১৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

7 passengers died in the road accident

ময়মনসিংহে ওভাটেক করতে গিয়ে প্রাণ গেল ৭ যাত্রীর

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:০৫ পিএম

ময়মনসিংহে ওভাটেক করতে গিয়ে প্রাণ গেল ৭ যাত্রীর
ওভাটেক করতে গিয়ে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদরের আলালপুর নামক স্থানে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ অটো রিক্সার সাত আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) লা সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের আলালপুরের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী স্ত্রী ও সন্তানসহ তিনজন রয়েছেন। সি এন জি অটোরিকশাটি একই পরিবারের এই তিন সদস্য সহ ৭ জনকে নিয়ে ফুলপুর থেকে ময়মনসিংহ সদরের সমভূগঞ্জ যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতির সিএনজির সঙ্গে সংঘর্ষ হলে এই নিহতের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা নিহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। নিহত এক পরিবারের তিন সদস্য ফুলপুর থেকে ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদীয়া গ্রামের নিকটাত্মের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। 

পুলিশ নিহত সাত জনের পরিচয় জানাতে পারেননি। স্থানীয়রা জানায় বেপরোয়া গতির কারণে সিএনজি অটো রিক্সাটি দুর্ঘটনার কবলে পড়ে। 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0