আর্কাইভ কনভাটার ঢাকা, বুধবার, মে ১১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Bailey Road fire

বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণহানি, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৪, ০৫:৫১ পিএম

বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণহানি, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক
প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো।

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো।

শনিবার (২ মার্চ) ঢাকায় জাপান দূতাবাসের ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাপান দূতাবাস জানায়, অগ্নিকাণ্ডের পর জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছে পাঠানো এক বার্তায় এ শোক জানিয়েছেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার একটি শপিংমলে বড় ধরনের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমি ভীষণ মর্মাহত। ওই ঘটনার ভুক্তভোগী ব্যক্তিদের জন্য আমার প্রার্থনা রইল। শোকাহত পরিবারগুলোর প্রতি জানাচ্ছি আমার গভীর শোক-সমবেদনা। বাংলাদেশের জনগণ ও সরকারকে আমি আমার গভীর সমবেদনা জানাই।

গত বৃহস্প‌তিবার রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত  ৪৬ জনের মৃত্যু হয়েছে। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা কেউ শঙ্কামুক্ত নন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0