আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Son is an IAS officer

মদ বানিয়ে বিক্রি করতেন মা, ছেলে আইএএস অফিসার

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০৩ পিএম

মদ বানিয়ে বিক্রি করতেন মা, ছেলে আইএএস অফিসার
মদ বানিয়ে বিক্রি করতেন মা, ছেলে আইএএস অফিসার

প্রতিভা থাকলে কোনো অভাব তা বাঁধা দিতে পারে না। এর আগেও নানা ধরনের প্রতিভা আমাদের সামনে এসেছে। তার মধ্যে অনেকেই অনেক বড় বড় কাজ করেছেন দরিদ্রতার সত্ত্বেও। এমনই এক ঘটনা আবার ঘটলো। ভিল উপজাতির এক দরিদ্র ঘরের সন্তান আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রিভ সার্ভিস) অফিসার হয়েছেন।

তার নাম রাজেন্দ্র বাবু। বহু বাঁধা পেরিয়ে তিনি সফল হয়েছেন তার লক্ষে। তার সাফল্যের পেছনে তার মা ও তার ঠাকুমার অবদান অনেক। বহু কষ্ট করে তাকে তারা পড়াশুনো শিখিয়েছেন। তার পিতার নাম ভান্দু ভারুদ এবং মায়ের নাম হলো কমলা বাই। জন্মের আগেই তার পিতার মৃত্যু হয়। 

অতি কষ্টে তিনি মানুষ হন। স্থানীয় মুহুয়া ফুল সংগ্রহ করে তা থেকে দেশি মদ বানিয়ে বিক্রি করে সংসার চালাতে তার মা ও ঠাকুমা। প্রতিদিন ১০০ টাকা করে আয় করে কোনো রকমে ৫ জনের সংসার চলতো।

ছোট থেকেই তিনি মেধাবী ছিলন। তিনি সিবিএসসি বোর্ডের স্কুলে পড়াশোনা করেন। পরে দশম শ্রেণির সর্বোচ্চ নম্বর পেয়ে স্কলারশিপ পান। সেই টাকায় মুম্বাইয়ের জি এস মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। তারপর ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে ২০১২ সালে তিনি ফারিদাবাদে আই এ এস অফিসার পদ অর্জন করেন। 

২০১৭ সালে চিফ এক্সিকিউটিভ অফিসার ও ২০১৮ সালে নন্দূর্বার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদ অর্জন করেন তিনি।।

কট/বি

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0