আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

France has constitutionally recognized abortion

গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দিল ফ্রান্স

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৪, ০১:৪৩ পিএম

গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দিল ফ্রান্স
গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দিল ফ্রান্স

বিশ্বের প্রথম দেশ হিসেবে সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দিয়ে গর্ভপাতকে বৈধতা দিল ফ্রান্স।  সোমবার এই স্বীকৃতি দানের লক্ষ্যে উত্থাপিত একটি বিলের সমর্থনে ভোট দিয়েছেন নিম্নকক্ষ অ্যাসম্বলি ন্যাশনাল ও উচ্চ কক্ষ সেনেটের অধিকাংশ সদস্য।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার ফ্রান্সের সংবিধানে একটি সংশোধনী এনে গর্ভপাতের বিষয়টি যুক্ত করা হয়। এ সময় এই মুহূর্তকে করতালির মাধ্যমে স্বাগত জানান আইনপ্রণেতারা।  

ফ্রান্সে ১৯৫৮ সাল থেকেই বৈধ ভাবে গর্ভপাত করা গেলেও এর কোনো সাংবিধানিক স্বীকৃতি এতদিন ছিল না।  

এক জরিপে উঠে এসেছে দেশটির ৮৫ শতাংশ নাগরিক গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানে সংশোধনী আনার পক্ষে। এমনি এক প্রেক্ষাপটে ১৯৫৮ সালের সাংবিধানিক আইনে সংশোধনী আনতে সংসদে ভোটাভোটির আয়োজন করা হয়।

পাস হওয়া সংশোধনী বিলের পক্ষে ভোট দেন দেশটির ৭৮০ জন আইনপ্রণেতা। আর বিলটির বিপক্ষে ভোট দেন মাত্র ৭২ জন।  এই সংশোধনীকে ফ্রান্সের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ভোটের পর আইফেল টাওয়ারে বিশেষ বার্তা লেখা হয় হয় ‘মাই বডি, মাই চয়েস’।  

তবে গর্ভপাতের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন ভ্যাটিকানপন্থীরা।

বিবিএন/০৫ মার্চ/এসডি


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0