আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Iraq will send fuel to residents of Gaza

গাজার বাসিন্দাদের জন্য এক কোটি লিটার জ্বালানি পাঠাবে ইরাক

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৪, ১১:৩১ এএম

গাজার বাসিন্দাদের জন্য এক কোটি লিটার জ্বালানি পাঠাবে ইরাক
গাজার বাসিন্দাদের জন্য এক কোটি লিটার জ্বালানি পাঠাবে ইরাক

ফিলিস্তিনি জনগণের সমর্থনে গাজা উপত্যকায় এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে ইরাক। রোববার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, গাজার বাসিন্দাদের জন্য তার দেশ এক কোটি লিটার জ্বালানি পাঠাবে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক।

গাজা উপত্যকায় ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। জ্বালানির অভাবে সেখানকার হাসপাতাল, পানি ব্যবস্থাপনা, বেকারি ও ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা করে গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাস। একই সঙ্গে ওই দিন আরও ২৫০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে গোষ্ঠীটি।

এই হামলার প্রতিশোধে সে দিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধে ইসরায়েলের নির্বিচার হামলায় ৩৩ হাজার ১৭৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও ৭৫ হাজার৮৮৬ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র: রয়টার্স।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0