বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
Alvarez to Atletico on 6-year deal

৬ বছরের চুক্তিতে আতলেতিকোয় আলভারেস

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ১২ আগস্ট, ২০২৪, ০২:১৭পিএম

৬ বছরের চুক্তিতে আতলেতিকোয় আলভারেস
হুলিয়ান আলভারেস - সংগৃহীত।

ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিলেন হুলিয়ান আলভারেস। ৯৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে ৬ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

২০২২ সালে নিজের ২২তম জন্মদিনে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আলভারেস। সে বছরই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। এরপর সিটিতে জায়গা পেতে শুরু করেন নিয়মিত একাদশে। দুই মৌসুমে ১০৩ ম্যাচ খেলে ৩৬ গোলের পাশাপাশি ৬টি শিরোপার স্বাদ পেয়েছেন এই ফরোয়ার্ড।  

বিদায়বেলায় সিটিকে নিয়ে আলভারেস বলেন, 'অনেক আবেগ নিয়ে অসাধারণ এই ক্লাবটিকে আজ বিদায় জানাচ্ছি আমি। এই দুটি বছর খুবই স্পেশাল। এই সময়ে খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে আমি অনেক কিছু শিখেছি। '

আলভারেসকে নিজেদের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি করেছে সিটি। এর আগে ২০২২ সালে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসির জন্য রহিম স্টারলিংকে ছেড়ে দিয়েছিল তারা।

এদিকে ১৯ আগস্ট ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে আতলেতিকো মাদ্রিদ।