বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
cricket

বাংলাদেশ অবশেষে সাফল্য পেলো

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ৩০ মার্চ, ২০২৪, ০৩:১৬এএম

বাংলাদেশ অবশেষে সাফল্য পেলো
....সংগৃহীত ছবি

সিলেটের পর চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার (৩০ মার্চ) জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। বাংলাদেশের ক্যাচ মিসে বিনা উইকেটে ৮৮ রান সংগ্রহ করে প্রথম সেশন শেষ করে শ্রীলঙ্কা। তবে মধ্যাহ্ন বিরতির পর উইকেট হারিয়েছে লঙ্কানরা।

টস জিতে ব্যাট করতে নেমে লঙ্কানদের ভাল শুরু এনে দেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা ও দিমুথ করুণারত্নে। ৯ রানে একবার জীবন পান মাদুশঙ্কা। এরপর আর কোনো সুযোগ না দিয়ে ফিফটি তুলে নেন এই লঙ্কান ওপেনার।

আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন করুণারত্নে। বিনা উইকেটে ৮৮ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা। তবে বিরতি থেকে ফিরেই উইকেট হারায় তারা।

দলীয় ৯৬ রানে ১০৫ বলে ৫৭ রান করে রান আউটে কাঁটা পড়েন মাদুশঙ্কা। এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন করুণারত্নে। ৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।