সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম মোস্তফার জানাজায় মানুষের ঢল নামে। সোমবার সকাল ১০ টায় দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। পরে মরহুম নাদিম মোস্তফার মৃতদেহ পুঠিয়ার বানেশ্বরে নেয়া হয়। সেখানেও হাজার হাজার মানুষের ঢল নামে।
এর আগেঢাকার গুলসানের বাসায় গতকাল বেলা ১২ টার দিকে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এর পর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় নাদিম মোস্তফাকো। বেলা ১২ টা ১০ মৃত ঘোষণা করেন। জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো নাদিম মোস্তফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরহুমের জানাজা নামাজ বানেশ্বর ও দুর্গাপুরে অনুষ্ঠিত হবে।
নাদিম মোস্তফা ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ছিলেন। তিনি রাজশাহী জেলা বিএনপির সভাপতি ছিলেন।