শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
Logo
Students march towards Banga Bhavan
কোটার দাবিতে

বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১৪ জুলাই, ২০২৪, ০৩:১২এএম

বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা
বঙ্গভবন অভিমুখে পদযাত্রা করেছেন শিক্ষার্থীরা....সংগৃহীত ছবি

সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) দুপুর ১২টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পদযাত্রা শুরু হয়।

এতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।

পদযাত্রাটি শাহবাগ হয়ে মৎস্য ভবন মোড় দিয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে বঙ্গভবন যাবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

সাড়ে ১২টা নাগাদ আন্দোলনকারীদের গণপদযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে পৌঁছায়।

সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে স্লোগান দেন তারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেইট থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তায় যানবাহন থাকায় কোটা আন্দোলনকারীদের বিপরীত পাশের রাস্তা ধরে মৎস্য ভবনের দিকে এগোতে দেখা যায়।

তবে পদযাত্রায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেননি শিক্ষার্থীরা।