রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Logo

ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে যুবকের মৃত্যু

A youth died in a clash in Dhaka College area
Bijoy Bangla

অনলাইন ডেস্ক

published: 16 July, 2024, 08:04 AM

ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে যুবকের মৃত্যু
ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।...সংগৃহীত ছবি

রাজধানীর ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৭) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এক পথচারী। পরে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, ঢাবি ক্যাম্পাসজুড়ে উত্তেজনা

তিনি বলেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা আছে।

এদিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে বিভিন্ন জায়গায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পথচারীসহ এখন পর্যন্ত ৫৫ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র : ঢাকা পোস্ট

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0