শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
General Walker-uz-Zaman

দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০৫ আগস্ট, ২০২৪, ০৪:২০এএম

দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান
জেনারেল ওয়াকার-উজ-জামান

দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধানবাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ঢাকা: সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৫ আগস্ট) দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভাষণ দেওয়া পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা-গুলিতে বিপুল সংখ্যক লোকের প্রাণহানি হলে সরকারবিরোধী আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার (৩ আগস্ট) তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি দেয়।

এরপর গত রোববার (৪) অসহযোগ আন্দোলন চলাকালে দেশজুড়ে প্রায় একশ মানুষের প্রাণহানি হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকে।