শুক্রবার, জানুয়ারী ২৪, ২০২৫
Logo
Jasim Uddin

জুলাই-আগস্ট গণহত্যা ॥ ১৫০ জনকে খুন করেন ডিসি জসিম?

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ৩০ অক্টোবর, ২০২৪, ১১:৫৯এএম

জুলাই-আগস্ট গণহত্যা ॥ ১৫০ জনকে খুন করেন ডিসি জসিম?

 


জুলাই-আগস্ট গণহত্যায় ১৫০ জনকে খুন করার অভিযোগ উঠেছে পরোয়ানাভুক্ত আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনের বিরুদ্ধে।  

গণহত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ডিসি জসিমকে। বুধবার (৩০ অক্টোবর) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে পরোয়ানাভুক্ত প্রথম আসামি হিসেবে  জসিম উদ্দিনকে আজ ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তার বিরুদ্ধে ১৫০ জন মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।’


এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।