বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
Logo
Low pressure in Bay of Bengal

বঙ্গোপসাগরে লঘুচাপ ॥ সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ ॥ সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ায় সাতক্ষীরায় গভীর রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।.....সংগৃহীত ছবি

পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় সাতক্ষীরায় গভীর রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। 

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে এই বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন। 

জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনা কমে গেছে।

সাতক্ষীরার স্থানীয় বাসিন্দা নাঈমুর রহমান বলেন, হঠাৎ এই বৃষ্টির কারণে অনেকেই শীতবস্ত্র নিয়ে ঘরের বাইরে বের হতে পারছে না। কৃষকদেরও কিছুটা সমস্যা হচ্ছে, কারণ ধান শুকানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে। 

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, আজ সাতক্ষীরায় এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


বিবিএন / ২১ ডিসেম্বর / অচ