সম্প্রতি ড. মুহাম্মদ ইউনুস একটি বিদেশি পত্রিকায় সাক্ষাৎকার দেয়ার সময় বলেছিলেন, ছাত্ররা দল গঠন করবে। যদি ছাত্ররা দল গঠন করে সে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন এই সরকারের নিরপেক্ষতা কতটুকু বজায় থাকবে? খালিদ মহিউদ্দিন এমন একটি পোল ইন্টারনেটে আপলোড করেছিলেন যেখানে ৬৩ হাজার ভোট পড়েছিল। যার মধ্যে ৪৪% মনে করেন নিরপেক্ষতা কমবে। এবং ৫৬% মনে করেন ছাত্ররা নতুন দল গঠন করলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা কমবে না।
টকশো চলাকালীন সময়ে ফজলুর রহমানকে এই সমীকরণটি বলেছিলেন খালেদ মহিউদ্দিন। তখনি তিনি রেগে যান এবং বলেন এগুলোর কোন গ্রহণযোগ্যতা নেই। ডক্টর ইউনুস মানুষ হিসেবে অনেক বড় তিনি তৃতীয় বিশ্বের ১০ জন প্রধানমন্ত্রীর সমান। তবে উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন।