বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
Logo
Traffic movement resumes on Dhaka-Mymensingh highway

গাজীপুরে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১২ মার্চ, ২০২৫, ০২:০৩পিএম

গাজীপুরে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু
৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

গাজীপুরে চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা।

দাবি মেনে নেওয়ার আশ্বাসে বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৮টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এর কিছু সময় পর তারা মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীর।

আন্দোলনরত শ্রমিকরা জানান, আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার বাচ্চা অসুস্থ থাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু ছুটি না দিয়ে তামান্নার পরিচয়পত্র রেখে দিয়ে কারখানা থেকে বের করে দেয়। পরে তিনি বাড়ি চলে যান। বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় আসার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এর প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এছাড়াও ডিউটি টাইম সকাল ৬টা থেকে পরিবর্তন করে ৭টা করা, বিকেল ৫টার মধ্যে ছুটি দেওয়া, ইফতারের পর কোন ডিউটি না করা, ঈদে ১০দিন ছুটি, চলতি মাসের ২০ তারিখের মধ্যে বোনাস পরিশোধ করাসহ দ্রুত পর্যাপ্ত পরিমাণে ফেস পাঞ্চ মেশিন ব্যবস্থার দাবি জানান তারা।