বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
Bomb attack in Ramna Batamul
রমনা বটমূলে বোমা হামলা

কেটে গেছে দুই যুগ, রায় যে কোনো সময়

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ১৪ এপ্রিল, ২০২৫, ০৬:০৫পিএম

কেটে গেছে দুই যুগ, রায় যে কোনো সময়
...সংগৃহীত ছবি

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার কেটে গেছে দুই যুগ। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষ। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন হাইকোর্ট।

আলোচিত এ মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হতে পারে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

কবে রায় হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী রোববার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হবে। আমরা আশা করছি এ মাসের মধ্যেই আদালত রায় ঘোষণা করবেন।’

তিনি গণমাধ্যমকে বলেন, ‘রমনার বটমূলে আলোচিত বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি করেছি। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী ও দালিলিক প্রমাণ তুলে ধরে যে যুক্তি উপস্থাপন করা হয়েছে তাতে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির আর্জি জানিয়েছে। আশা করি আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।’

এ বিষয়ে আসামি আরিফ হাসান সুমন, মুফতি আবদুল হাইয়ের পক্ষের আইনজীবী যায়েদ বিন আমজাদ গণমাধ্যমকে বলেন, ‘বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষ যেসব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছেন তা কোনোভাবেই সাজার জন্য যথেষ্ট নয়। এই সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শুধু জনতুষ্টির জন্য আসামিদের সাজা দিলে তা হবে ন্যায়বিচারের পরিপন্থি।’

আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর গত ১৮ ফেব্রুয়ারি শুনানি শেষ হয়। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন হাইকোর্ট। উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

২০০১ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ ১৪০৮ বঙ্গাব্দ) ভোরে রমনার বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানস্থলে দুটি বোমা পুঁতে রাখা হয়। পরে রিমোট কন্ট্রোলের সাহায্যে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। ওইদিন বর্ষবরণের অনুষ্ঠান চলাকালে সকাল ৮টা ৫ মিনিটে একটি ও অন্য বোমাটি বিস্ফোরিত হয় ১০টা ১৫ মিনিটের পর।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নৃশংস ওই বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। এতে আহত হন আরও অনেকে। এ ঘটনায় হুজি নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে ওইদিনই রমনা থানার পুলিশ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা করে।

এ সংক্রান্ত মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০১৪ সালে আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। কারাগারে থাকা দণ্ডিত আসামিরা জেল আপিল ও নিয়মিত আপিল করেন। ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গত বছরের ৮ ডিসেম্বর হাইকোর্টের ওই বেঞ্চের কার্যতালিকায় ওঠে। পেপারবুক উপস্থাপনের মধ্যে দিয়ে শুনানি শুরু হয়।

আদালতে আসামিপক্ষের শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও সরওয়ার আহমেদ। দুই আসামির পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজা আওয়াল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার বলেন, ‘ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন। এখন যে কোনো দিন রায় ঘোষণা হবে। তবে এর আগে রায় ঘোষণার দিন ধার্যের জন্য মামলাটি কার্যতালিকায় আসবে।’

রাজধানীর রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান।

তবে সিলেটে গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে। বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তিরা হলেন- শাহাদাতউল্লাহ জুয়েল, মাওলানা সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহের।

কোনো ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে। এটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। পাশাপাশি দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের জেল আপিল, নিয়মিত আপিল ও বিবিধ আবেদন করার সুযোগ রয়েছে। ডেথ রেফারেন্স এবং এসব আপিল ও আবেদনের ওপর সাধারণত একসঙ্গে শুনানি হয়।

বোমা হামলার ওই ঘটনায় করা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে, যা ২০১৪ সালে ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। এরপর শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক (মামলার বৃত্তান্ত) তৈরি করা হয়।

কারাগারে থাকা আসামিরা আলাদা আপিল ও জেল আপিল করেন। হত্যা মামলায় পেপারবুক (মামলার বৃত্তান্ত) প্রস্তুতসহ আনুষঙ্গিক প্রক্রিয়ার পর ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল ২০১৬ সালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে প্রথম শুনানির জন্য ওঠে। শুনানিও শুরু হয়। পরে কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।

এ নিয়ে আলোচিত এ মামলায় আট আসামির ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের তিনটি বেঞ্চের কার্যতালিকায় উঠলেও শুনানি শেষে মামলাটি নিষ্পত্তি হয়নি। এরপর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের ওই দ্বৈত বেঞ্চে শুনানির জন্য গত বছরের ৮ ডিসেম্বর কার্যতালিকায় ওঠে। এরই ধারাবাহিকতায় শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার পর্যায়ে রাখা হয়।

  সূত্র : জাগো নিউজ