বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
gold price

কমেছে স্বর্ণের দাম

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ১৪ এপ্রিল, ২০২৫, ০৬:৪৬পিএম

কমেছে স্বর্ণের দাম
বিশ্ব বাজারে কমেছে স্বর্ণের দাম। ...সংগৃহীত ছবি

বিশ্ব বাজারে কমেছে স্বর্ণের দাম। সোমবার আউন্সপ্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক চার শতাংশ কমে তিন হাজার ২২২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। যদিও এর আগের দিন স্বর্ণের দাম বেড়ে রেকর্ড তিন হাজার ২৪৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছিল। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ফলে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। যদিও শুল্ক ইস্যুতে অনিশ্চিয়তার কারণে এখনো আউন্সপ্রতি তিন হাজার ২০০ ডলারের ওপরে রয়েছে স্বর্ণের দাম। এছাড়া ইউএস গোল্ড ফিউচারের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে বর্তমানে ৩ হাজার ২৩৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। স্বর্ণকে মূলত ঐতিহ্যগতভাবে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি প্রতিরক্ষা হিসেবে দেখা হয়।