শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Logo
National University

এবার ক্লাস বন্ধের ঘোষণা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২০ এপ্রিল, ২০২৪, ০১:০৭পিএম

এবার ক্লাস বন্ধের ঘোষণা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

এবার তীব্র দাবদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

শনিবার (২০ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র দাবদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ থাকবে।

এর আগে একই কারণে সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয় মন্ত্রণালয়।