বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
Logo
Teacher jailed for 30 years for misdemeanor

ছাত্রের সঙ্গে অপকর্মের দায়ে শিক্ষিকার ৩০ বছরের জেল

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২১ নভেম্বর, ২০২৪, ০৭:২৫পিএম

ছাত্রের সঙ্গে অপকর্মের দায়ে শিক্ষিকার ৩০ বছরের জেল
ছাত্রের সঙ্গে অপকর্মের দায়ে শিক্ষিকার ৩০ বছরের জেল......সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের সাবেক এক শিক্ষিকাকে ৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ছাত্রের সঙ্গে একাধিকবার যৌনকর্ম করার দায়ে এ কারাদণ্ড দেয়া হয়। 

সংবাদমাধ্যম ফক্স ৫ডিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সী মেলেশা কার্টিসের বিরুদ্ধে গত ২০ জুন শিক্ষার্থীর সঙ্গে যৌন কর্মের অভিযোগ আনা হয়। 

২০২৩ সালের অক্টোবরে ঘটনাটি সামনে আসে। ওই সময়ে একজন ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, তিনি কার্টিসের দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছেন। ২২ বছর বয়সী ওই ব্যক্তি বলেন, তিনি লেকল্যান্ড পার্ক মিডল স্কুলে পড়তেন। ১৪ বছর বয়সে তিনি তখন অষ্টম গ্রেডের ছাত্র ছিলেন। সে সময়ে কার্টিসের দ্বারা যৌন নিগ্রহের শিকার হন। 

প্রতিবেদনের তথ্য উল্লেখ করে প্রসিকিউটর জানান, ওই ব্যক্তি তখন নাবালক ছিলেন। কার্টিস পরিচালিত ওই স্কুলে সে সেচ্ছাসেবক হিসেবেও কাজ করতেন এবং সে প্রায় সময়ই শিক্ষিকার সঙ্গে একা থাকতেন। 

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত তাকে কয়েক মাস বিভিন্ন স্থানে যৌন নিপীড়ন করা হয়েছে। এমনকি ওই শিক্ষিকার গাড়ি এবং তার মায়ের বাড়িতেও এ কাজ করা হয়। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কার্টিস ওই ছাত্রকে অ্যালকোহন পান এবং গাঁজাও সেবন করাতেন। তার সঙ্গে অন্তত ২০ বার যৌন সম্পর্ক স্থাপন করেছেন ওই শিক্ষিকা। 

সূত্র:    খবর এনডিটিভি