বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
At least 10 people were killed and 8 injured in the building collapse

ভবন ধসে নিহত অন্তত ১০ ও ৮ জন আহত

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৮পিএম

ভবন ধসে নিহত অন্তত ১০ ও ৮ জন আহত
মিসরের রাজধানী কায়রোতে ভবন ধসে অন্তত ১০ জন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। ......সংগৃহীত ছবি

মিসরের রাজধানী কায়রোতে ভবন ধসে অন্তত ১০ জন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। সোমবার কায়রোর কেরদাসা এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে মিসরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে।

এতে বলা হয়েছে, কায়রোর কেরদাসার শ্রমজীবী ​মানুষের বসবাসস্থলে একটি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। এছাড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মিসরের সরকারি দৈনিক আল-আখবার আল-ইয়োমের প্রতিবেদনে বলা হয়েছে, ভবন ধসের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান শুরু করেছে কায়রোর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একাধিক দল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় ওই সংবাদমাধ্যমকে বলেছেন, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে ভবনটি ধসে গেছে। তবে এই ঘটনার ব্স্তিারিত জানতে পুলিশি তদন্ত চলছে।

মিসরের রাজধানী কায়রোতে ২ কোটি ৬০ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। দেশটির মেট্রোপলিটন এই শহরে ভবন নির্মাণ ও নিরাপত্তা সংক্রান্ত বিধি-বিধান না মানার প্রবণতা রয়েছে।

গত কয়েক ব্ছরে দেশটি উল্লেখযোগ্যসংখ্যক প্রাণঘাতী ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষের প্রাণহানির রেকর্ডও হয়েছে।

সূত্র: এএফপি।