রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
Cyclone Alfred hits
ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাত

বিদ্যুৎবিহীন ১ লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ১১ মার্চ, ২০২৫, ০৩:০২পিএম

বিদ্যুৎবিহীন ১ লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর
মৌসুমী ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে অস্ট্রেলিয়ার ১ লাখ ২০ হাজারেরও বেশি বাড়িঘর-দপ্তর-বাণিজ্যকেন্দ্র বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।.....সংগৃহীত ছবি

মৌসুমী ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ নিউ সাউথ ওয়েলসের ১ লাখ ২০ হাজারেরও বেশি বাড়িঘর-দপ্তর-বাণিজ্যকেন্দ্র বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত হওয়ার পর ৫ দিনে ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে গত শনিবার নিউ সাউথ ওয়েলসের উপকূলে আছড়ে পড়ে আলফ্রেড। তারপর গত তিন দিন ধরে নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন শহরে শুরু হয়েছে ঝোড়ো হাওয়াসহ প্রবল বর্ষণ। রোববার ঝোড়ো হাওয়া ও আকস্মিক বন্যায় ৬১ বছর বয়স্ক এক ব্যক্তি ভেসে গেছেন।

আজ মঙ্গলবার থেকে অবশ্য উপকূলবর্তী কুইন্সল্যান্ডসহ বিভিন্ন শহর-গ্রামে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার বেগ কমে এসেছে তবে আবহাওয়া পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি এবং এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ১ লাখ ২০ হাজারেরও বেশি বাসভবন-দপ্তর-বাণিজ্যকেন্দ্র।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুইন্সল্যান্ড। বিদ্যুৎবিহীন ১ লাখ ২০ হাজারের বেশি ভবনের মধ্যে ১ লাখ ১৮টিই এই শহরের।

বিদ্যুৎবিহীন বাড়িঘরে ইতোমধ্যে সংযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করেছে নিউ সাউথ ওয়েলসের বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি এনার্জিএক্স। এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী শুক্রবারের মধ্যে ৯৫ শতাংশ বাড়িঘরে বিদ্যুৎ পুনঃসংযোগের লক্ষ্য নেওয়া হয়েছে।

আমাদের ২০ হাজারেরও বেশি কর্মী বর্তমানে মাঠে কাজ করছে। আবহাওয়া পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। আমরা আশা করছি শিগগিরই বিদ্যুৎবিহীন সব ভবনে পুনঃসংযোগের কাজ শেষ করতে পারব,বলা হয়েছে এনার্জিএক্সের বিবৃতিতে।

সূত্র : এএফপি