রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
train attack

ট্রেন জিম্মি ও হামলার পেছনে রয়েছে ভারত

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ১৩ মার্চ, ২০২৫, ০১:৩২পিএম

ট্রেন জিম্মি ও হামলার পেছনে রয়েছে ভারত
ট্রেন জিম্মি ও হামলার পেছনে রয়েছে ভারত

বেলুচিস্তান ট্রেন জিম্মি ও হামলার ঘটনায় রয়েছে ভারতের হাত। বিস্ফোরক এ মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ।

তিনি বলেন, ‘এই হামলার পেছনে রয়েছে ভারত। আফগানিস্তানের ভেতর থেকে ভারত এসব হামলা চালাচ্ছে।’ ঘটনার দিন মঙ্গলবারই সংবাদ সংস্থা ডনকে দেওয়া সাক্ষাৎকারে গুরুতর এ অভিযোগ আনেন তিনি। বুধবার জিম্মি মুক্তি অভিযান শেষ হওয়ার কিছুক্ষণ আগেই একই ইঙ্গিত দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরীও।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচ বিদ্রোহীদের মধ্যে কোনো সংযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ জানান, ‘হ্যাঁ, ভারত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচি লিবারেশন আর্মি (বিএলএ) উভয়কেই সমর্থন করছে। তারা আফগানিস্তান থেকে সব ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করে। পাকিস্তানের শত্রুরা সক্রিয় এবং এতে কোনো সন্দেহ নেই। এটা কোনো রাজনৈতিক ইস্যু বা কোনো এজেন্ডার অংশ নয়। এটি একটি ষড়যন্ত্র।’ রানা সানাউল্লাহ আরও দাবি করেন-আফগানিস্তানে বেলুচি বিদ্রোহীদের নিরাপদ আশ্রয় রয়েছে, যার ফলে হামলা বেড়েছে। তালেবানরা ক্ষমতায় আসার আগে বেলুচিদের এই সাহস ছিল না। কিন্তু এখন তারা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে।

জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী বলেন, ‘ট্রেন হামলার সঙ্গে ৭০ থেকে ৮০ জন সন্ত্রাসী জড়িত ছিল। এসব সন্ত্রাসীদের যারা নিয়ন্ত্রণ করছে তারা প্রতিবেশী দেশে আছে। যারা তাদের ডলার দিচ্ছে তারা অন্য দেশে আছে। আমাদের শত্রু ভারত অবশ্যই এটিকে সমর্থন করবে।’

দুদিন ধরে চলা পাকিস্তান সেনাবাহিনীর জিম্মি মুক্তি অভিযান শেষ হয়েছে। যাত্রীরা সবাই নিরাপদ। দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় এক বেসরকারি চ্যানেলে এই বক্তব্য দেন ।

বলেন, জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা ও ছিনতাইয়ের পর শুরু হওয়া ‘নির্মূল অভিযান’ শেষ। সেখানে উপস্থিত সব জঙ্গি নিহত হয়েছে। ৩৩ জনকে নরকে পাঠানো হয়েছে। পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ), স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি), সেনাবাহিনী এবং ফ্রন্টিয়ার কর্পসও (এফসি) অংশ নিয়েছিল এই অভিযানে। অভিযান শুরু হওয়ার আগেই জঙ্গিরা ২১ যাত্রীকে হত্যা করেছে বলেও জানান তিনি। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় এক বেসরকারি চ্যানেলে এই বক্তব্য দেন শরিফ চৌধুরী।

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন জিম্মি করে স্থানীয় জঙ্গিগোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। প্রায় ৫০০ যাত্রীবাহী জাফর এক্সপ্রেস থেকে ১৯০ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার অভিযানে ঘটনাস্থলে ৩৩ বিদ্রোহী নিহত হয়েছে। মঙ্গলবার ট্রেনটি জিম্মি করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দূরে বোলান জেলার মাশকাফ টানেলের কাছে ট্রেনটিকে জিম্মি করে তারা। স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের উদ্দেশে যাত্রা শুরু করে। ১৬শ কিলোমিটারের ৩০ ঘণ্টার ভ্রমণে ৩০টি স্টেশন পাড়ি দেয় ট্রেনটি। এদিন ১৫৭ কিলোমিটার যেতেই জাফর এক্সপ্রেসের দখল নেয় বিদ্রোহীরা।